Tuesday, June 20, 2017

তোমায় পেতে চাই

তোমায় পেতে চাই একান্ত আপন করে, একান্তই নিজের করে। দেখেছি তোমায় নীল আকাশের নীলিমা মুছে যাবার পরে, অন্ধকারের অপূর্ব রূপে।
রূপটি তোমার অপূর্ব। আকাশের ঐ নীলিমার কি কোন অর্থ আছে? নীলিমার সৌন্দর্য কবে কাকে ছুঁয়েছে?
তোমার অতলের দিকে তাকিয়ে হারিয়ে যেতাম। তোমার অপরিসীম সীমায় হারিয়ে যাবার সাধ যে অনেক দিনের।

সে পেয়েছে। তার রূপটি কি কেবলই অপূর্ব ?
তার আকাশটি কি তোমায় ছেয়ে যায়নি? তার সীমানা কি তোমার সীমানা ছেয়ে যায়নি?
সীমা তোমার অনেক বড়, সে কি আমি দেখতে পাইনি? তাকে কি আমি বুঝতে দিয়েছি?
তার কাছে আমি যেতে চেয়েছি, তাকে ছুঁতে চেয়েছি। সেকি কেবলই তোমাকে অনুভব করতে চাই বলে ?
তোমার সীমানায় সে দেয়াল দিতে চায়নি। দেয়াল যে তোমার অপমান।
তোমার সীমানায় প্রথম যে বীজ বুনেছি, সে তো হারিয়ে গেছে অতলেই। অতলের গর্ভে কি তা কেউ অনুভব করবে?

সবাই দেখেনি। সবাই যে দেখতে পায়না।
হয়তো সেও দেখেছে, দেখার জন্য একাই  যে শুধু তাকাইনি।
দেখেছে হয়তো সেও। কতটুকু দেখেছে, অনুভবের জন্য তার ভেতরটা কি দেখতে পাবো?
দেখতে যে আমাকে হবেই। আমার অথৈ জলের কয়েক ফোঁটা তো সেও পেতে পারে।
সে কি তোমায় বোঝে? সে কি তোমায় পেতে পারে?
সে স্বপ্ন দেখতে পারে, অথবা পারেনা। স্বপ্ন দেখার অধিকার কি তাকে দেয়া হয়েছে?
স্বপ্নগুলোর যদি জন্ম না হয়, তবে তবে কি সে সোপানগুলো গড়ে দিতে পারে?
সোপানগুলোও সুন্দর, অদ্ভুদ সুন্দর। সে কি তা বিশ্বাস করবে?
বিশ্বাস। সেই বিশ্বাসটুকুই কি তাকে রক্তাক্ত করবেনা?
তার বিশ্বাসটুকু যে আমার পাথেয়। পথের অন্ধকারে এক টুকরো রক্তাক্ত আলো।

Thursday, November 27, 2014

আমি একটি রেকর্ড করতে চাই

পৃথিবীর নিকৃষ্টতম গালিটি আমি দিতে চাই।

হাত দিয়ে মানুষ থাপ্পড়  দিতে পারে। পৃথিবীর সবচেয়ে জোরে থাপ্পরটি আমি মারতে চাই।

পা দিয়ে মানুষ লাথি দিতে পারে। পৃথিবীর সবচেয়ে জোরে লাথিটি আমি দিতে চাই।

মানুষ চাইলে মুখ দিয়ে অন্য মানুষকে অপমান করতে পারে। পৃথিবীর নিকৃষ্টতম অপমানটি আমি করতে চাই।

মানুষ চাইলে অন্যকে বঞ্চিত করতে পারে। ইতিহাসের জঘন্যতম বঞ্চনাটি আমি করতে চাই।

আমি গালিগালাজ করা, থাপ্পড় দেয়া, লাথি দেয়া, অপমান করা, বঞ্চনা করা, লাঞ্চনা করা সহ মানবতার বিরুদ্ধে সব ধরনের অপরাধে রেকর্ড করতে চাই।

আর এই সব রেকর্ড আমি করতে চাই একজন ব্যক্তির বিরুদ্ধে। তিনি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে।

আমি চিৎকার করে বলতে চাই: নুরুল ইসলাম নাহিদ, আপনি একটি চুতমারানি।

Sunday, August 4, 2013

আমার আছে স্পর্শ : বললেন ইলোপ

palashnews420.com এর অস্তিত্বহীন রিপোর্টার

বাংলাদেশ আওয়ামীলীগের অতিরিক্ত সম্পাদক (পোষ্য কোটা) সজীব ওয়াজেদ জয়ের তথ্য তত্ত্ব ও কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক (জেলা কোটা) সৈয়দ আশরাফ এর গন্ধ তত্ত্বের পর এবার স্পর্শ তত্বের ঘোষনা দিলেন যুবলীগের হেলসিঙ্কি শাখার সহকারী সাংগঠনিক সম্পাদক জনাব স্টিফেন ইলোপ।গতকাল গভীর রাতে হেলসিঙ্কি যুবলীগের এক অনাড়ম্বড় সংবাদ সম্মেলনে এই পিলে চমকানো ঘোষনা দেন ইলোপ, যিনি রাজনীতির পাশাপাশি নোকিয়া কর্পোরেশনের সিইও'র অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকেন।

আমার কাছে এত্তোগুলা স্পর্শ আছে
তিনি বলেন, আমার কাছে তথ্য নেই, গন্ধ নেই, আছে স্পর্শ। আমার স্পর্শই আমাকে বলে দিচ্ছে, আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে আবারো বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আসবে বাংলাদেশ আওয়ামীলীগ। এবার আর কোন টাল্টিবাল্টি নয়।

এটা হলো হলুদ স্পর্শ। এছাড়াও আছে লাল স্পর্শ,নীল স্পর্শ ইত্যাদি হরেক রকম স্পর্শ
এরপর আনন্দঘন পরিবেশে উপস্থিত সাংবাদিকদের সামনে হরেক রকম স্পর্শ তুলে ধরেন তিনি।

তথ্য ও গন্ধের মত অদৃশ্য বস্তুর পর স্পর্শের মতো দৃশ্যমান একটি অনুভূতি আওয়ামীলীগের বিজয় কেবল ত্বরান্বিতই করবেনা, বরং কঠোরভাবে মান নিয়ন্ত্রনের মাধ্যমে সুনিশ্চিত করবে বলেও মনে করেন তিনি।

আমি দিলাম তথ্য, আর ঐ যে ঐ দেখা যায় ইলোপ, সে দিবে স্পর্শ।


এক পর্যায়ে একজন সাংবাদিক তাকে প্রশ্ন করে বসেন, সুদূর হেলসিঙ্কিতে বসেও তিনি আওয়ামীলীগ করেন কেন। এ সময় ক্ষেপে গিয়ে তিনি বলেনঃ "তো কি বিএনপি-জামাত করবো নাকি?"

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে তিনি বলেন, "দানে দানে তিন দান। তথ্যে এক দান, গন্ধে দুই দান, স্পর্শে তিন দান। এবার আর জননেত্রীর বিজয় ঠেকায় কে ? কে? কে? কুন হালা?"